দীপাবলি / তুষার কবির
- তুষার কবির

- Nov 1, 2022
- 1 min read
Updated: Dec 4, 2022
তুমি ধীর পায়ে হেঁটে এলেই এ বারান্দায়
বেজে ওঠে মৃদু সুর—ধূলি সারগাম!
পয়ার ও পায়রার স্বরে
নেভা নেভা আলোগুলো দপ করে জ্বলে ওঠে!
গোধূলির সান্ধ্যগানে জেগে ওঠে
দূরের সরোদ—
নৈঃশব্দ্যের বুক চিরে ভেসে আসে রতির আরতি!
তুমি, ঘুমসরোবর ঘেরা জলমহলের ঝিম দীপাবলি!







Comments