সোয়েটার / মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া
- মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া
- Aug 2, 2024
- 1 min read
ইচ্ছের ফাঁস লেগে গেছে
উল্টো আর সোজা ঘরে বোনা হচ্ছে
শীতের বনাঞ্চল ধুপিবন কুয়াশা চাঁদের
আপেল বাগান ঘিরে শান্ত বোতাম ঘর
হাতার দুপাশে জঙ্গলের চিকড়ি মিকড়ি
ঝোড়ো হাওয়ার ম্যাচিং বোতাম এঁটে দিলে
শান্ত উপত্যকা ফের চুপচাপ
অবশ স্নায়ু অর্ধসত্য এই সাঁকো পেরোতে চায়
মাথাভর্তি সবুজ পশম আর জোছনার আঁশে
মায়াবী ফাঁস লেগে যায়...







Comments