শুভেচ্ছা / সোনালী ঘোষ
- সোনালী ঘোষ
- Jan 8, 2024
- 1 min read
Updated: Mar 30, 2024
১
গল্প শেষ হয়ে এলে
ঘাস ফুল ফড়িংয়ের তামাশা...
শিশিরও অচেনা তখন।
২.
চুম্বন জানে কতটা উত্তাপ পেলে
ঝড়ের বার্তা আসে
আর আজ কাল পরশু খসলেই
একবুক টলটল শোক...
আচমন কর তুমিও।
জানো তো নুন আনতে পান্তা ফুরানো জীবন আমার
তাই এক চোখ খিদে
তাড়িয়ে বেড়াচ্ছে নিয়তি।







Comments