বিপন্ন বিস্ময় / সিন্টু প্রধান
- সিন্টু প্রধান

- Sep 12, 2023
- 1 min read
Updated: Oct 12, 2023
এখন আমি নিজে লিখি
লবি করি কবে আমায় দিয়ে অন্য কেউ লিখিয়ে নেবে
ঈশ্বরের মতো করেই তাকে কলমের কালি খেতে ডাকি
জেগে থাকার মতো ঘুমিয়ে আছি এবং
টুক ভেঙে যায় এই জেগে থাকা
জুঁই ফুলের অক্ষরগুলো দেখেই বুঝতে পারি
এতক্ষণ লিখছিলাম আমি।
ধ্যানের মতো করে সাজিনি কোনোদিন
তবু সাধকের রাতে সারারাত পোকামাকড় ধরি
ঈশ্বরের মতো করেই তাকে ডাকি
কলমের কালি খেতে ডাকি
অনন্ত জীবনে অন্তত সে
একটি রিফিলের কালি খেয়ে যাক







Comments