দুটি কবিতা / প্রবালকুমার বসু
- প্রবালকুমার বসু

- Apr 13, 2024
- 1 min read
Updated: Aug 2, 2024
ছায়া
বন্ধুত্ব করবে বলে একটি ছায়া
আর একটি ছায়ার পাশে এসে দাঁড়াল
ছায়াগুলো যাদের তারা কি একে অপরের বন্ধু?
দুটো মানুষ বন্ধু না হলেও কি
তাদের ছায়ারা বন্ধু হতে পারে?
দুটো ছায়া বন্ধুত্ব করতে চাইছে
তাদের মধ্যে কোনো বিদ্বেষ নেই
তারা কখনো যুদ্ধ করে না
অথচ মানুষ একে অপরের সঙ্গে
কেবলই ছায়াযুদ্ধ করে যায়
হয়ত এই কারণেই মানুষকে
সময়ে সময়ে তার ছায়াও ছাড়িয়ে যায়
ডেথ সার্টিফিকেট
একজন ডাক্তার এক জীবনে কতগুলো ডেথ সার্টিফিকেট লেখেন?
একজন কবি যত কবিতা লেখেন তার চেয়েও বেশী?
আমি একজন ডাক্তারকে খুঁজছি
যিনি একটা ডেথ সার্টিফিকেট লিখে দেবেন
এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল
এই চেম্বার থেকে ওই চেম্বার
কাউন্সিলার, মন্ত্রী ঘুরেই চলেছি
আমার প্রয়োজন একটা ডেথ সার্টিফিকেটের
হাতের মৃতদেহ ক্রমশ ভারি হয়ে আসছে
আমি ভুলে গিয়েছি মৃতদেহটা কার
কোথায় পেয়েছিলাম, কেনই বা এই দায়
আমি তো কোনো মৃতদেহ কখনো শনাক্ত করিনি
আমার প্রয়োজন একটা ডেথ সার্টিফিকেটের
যেটা হলে মৃতদেহটা দাহ করতে পারি
নিজের মৃতদেহ বয়ে আর কত
ঘোরা যায়?







Comments