কৃপাসিন্ধু জল / পিন্টু ভট্টাচার্য
- পিন্টু ভট্টাচার্য
- Jan 1, 2023
- 1 min read
আমার দুর্গতি এই পরাগ পয়োধি জলে
অবিরাম আত্মনিষ্কৃতির কোলাহলে কাহিল
যা কিছু ভ্রূণ ভেজা কৃপাসিন্ধু আকর্ষণ
মাটিতে আমার নৈঋত নিহিত অনুকম্পা
তার বুকে ওই ছোটো ছোটো ঘর
সহজেই বেঁধে নিতে পারি নদীর সম্মতিতে
আমার জীবনে জলজ বিস্ফোরণ
সঠিক পরিণতির বৈপরীত্যে এক মহান দৈত্য হতে পারে
সূর্য চাঁদেরা অবৈধ সন্তানের মতো শুধু আমার দুর্গতির ওপর নির্ভর
Comments