top of page

ইউ হ্যাভ টু বিল্ড ইউর য়োন ড্রিমস / ওবায়েদ আকাশ

Updated: Dec 4, 2022

রাতভর একটি স্বপ্নের পাশে শুয়ে থেকে বুঝেছি সে কীভাবে প্রদর্শিত হয় মানুষের ঘুমে প্রথমত, স্বপ্নটি বলছে, আমি লোকটির সারাদিনের কর্মব্যস্ততায় থাকি দ্বিতীয়ত, স্বপ্নটি বলছে, আমি তার গোপন পৃষ্ঠায় থাকি তৃতীয়ত, বারবার একই কথা বলছে যে, বাস্তবতা হলো আমি তার স্বপ্নে বসবাস করি স্বপ্ন যে বাস্তব হতে পারে তা কেবল স্বপ্নেই বোঝা যায় এবার আমি স্বপ্নের হাত ধরে, কোমর ধরে বুঝি-- সে আসলে স্বপ্ন কোনো নয় অন্যের ঘুমে বসবাস করা এক দুর্দান্ত কুহক, নিটোল বাস্তবতা কেননা স্বপ্নটি যখন একটি মানুষের ভেতর প্রবেশ করতে থাকে তার শতাব্দীর পর শতাব্দী কেটে যায়-- অগাধ ইতিহাসজ্ঞান, অভিজ্ঞতা, আর জনপদে জনপদে ঘুরে মানুষের ভিতর প্রবেশ করতে এতটাই বিলম্ব করে ফেলে যে ইত্যবসরে মানুষ কয়েক লক্ষবার ঘুমায় ও কয়েক কোটিবার জেগে ওঠে আমার তখন ছোট্টবেলায় মা-বোনদের বোনা নকশিকাঁথার কথা মনে পড়ে তাঁরা রাত জেগে জেগে কাঁথায় নকশা তোলে আর তা মোহন সুন্দর দেখায় মানুষের জেগে জেগে দেখা স্বপ্নই তাই আমার কাছে অধিক আরাধ্য বিষয় পৃথিবীর তাবৎ স্বপ্নই অস্থির বাসনাময়-- মানুষের ঘুম ও জাগরণের ধার ধারে না তারা

Comments


bottom of page