একা একজন / বৈদূর্য্য সরকার
- বৈদূর্য্য সরকার

- Jan 1, 2023
- 1 min read
যুযুধান দু'পক্ষের মাঝে এক মুহূর্ত থামলে
মনে হয় পৃথিবী আসলে খুব নিস্তব্ধ জায়গা,
তা মাঝেমধ্যে ঝঞ্জাটে পড়ে শুধু কিছু মানুষের
ব্যক্তিগত সমস্যার জন্যে । অবশ্যই তুচ্ছ, তবু
চলার বিস্তৃত পথে সেটা অবশেষ হয়ে থাকে,
কেউ তাকে পুরাণ ভেবেছে অন্য কেউ ইতিহাস।
সবটাই যে কারো একান্ত নিজস্ব একটা কথা
মানতে চায়নি কিছু লোকে, প্রচার করা হয়েছে
কেউই অপরিহার্য নয়... আসল ভুল সেখানে
সেজন্যে একজনের ভুলে অসংখ্য লোক মরেছে।
তুচ্ছ জীবন যথেষ্ট গুরুত্ব পায় নিজের কাছে,
অসফল মানুষ ঘুমোয় খোঁড়া কুকুরের মতো
তখনও তার ইগো স্বপ্ন দেখে।







Comments