top of page

যাপনচিত্র: ইতিবৃত্ত

১৯৯৪ সালে ‘প্রমা’ থেকে প্রকাশিত হয়েছিল প্রবালকুমার বসুর একটি কবিতার বই; নাম “যাপনচিত্র”। বাংলায় ছোট পত্রিকার ঐতিহ্য অনেক বছরের হলেও, ন’য়ের দশকের শেষাশেষি কেবল তরুণদের পত্রিকা বলতে সেসময় কৃত্তিবাস। বছরে একটি করে সংখ্যা। ফলত একটি স্বতন্ত্র পত্রিকা করার তাগিদ থেকেই ২০০২ সালের অক্টোবর মাসে “যাপনচিত্র” পত্রিকার সূচনা। শুধুমাত্র কবিতা নয়, সংস্কৃতির অন্যান্য দিকগুলোও আলোকপাত করার অভিপ্রায়ে বর্ণালী রায়ের সম্পাদনায় শুরু হয় এই নির্মেদ পত্রিকা। যাপনচিত্র প্রথম সংখ্যা থেকেই যা স্বকীয়তা ও মৌলিকত্বের স্বাক্ষর রেখে এসেছে। যাপনচিত্র পত্রিকা শুরুর সময় থেকেই উপদেষ্টা হিসেবে পেয়েছে বাংলা সাহিত্য ও শিল্পের দিকপাল মানুষজনের সাহচর্য, উপদেশ ও ভালোবাসা। সুনীল গঙ্গোপাধ্যায়, যোগেন চৌধুরী, হিরণ মিত্র, নির্মলকান্তি ভট্টাচার্য প্রমুখ প্রবাদপ্রতিম ব্যক্তিরা ছিলেন যাপনচিত্র পত্রিকার সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত। প্রথম সংখ্যা থেকেই কবি প্রবালকুমার বসুর অভিভাবকত্বে যাপনচিত্র পত্রিকা বাংলা সাহিত্যের সুবিশাল ও বিস্তৃত মানচিত্রে নিজস্ব স্থান করে নিতে সক্ষম হয়েছে। শিল্প-সাহিত্যের সমঝদার সমালোচকরা অন্তত এই কথাই মেনে নিয়েছেন বিভিন্ন কলামে।

 

“যাপনচিত্র”--- এই নামটির দ্যোতনা থেকেই কিছুটা আন্দাজ করা যায় পত্রিকার মেজাজ, অভিমুখ, রুচি ও প্রকৃতি। পত্রিকা হবে জীবনযাপনের চিত্র। মূলত কবিতার কাগজ হলেও এই পত্রিকায় প্রবন্ধ, বিদেশী সাহিত্যের অনুবাদ, ছোটোগল্প, কাব্যনাট্য, চলচ্চিত্র ইত্যাদি বিবিধ বিষয় বিভিন্ন সংখ্যায় বিশেষ গুরুত্ব-সহকারে প্রকাশিত হয়েছে। সম্প্রতি যাপনচিত্র পত্রিকা পেয়েছে নিজস্ব ISSN NUMBER. যাপনচিত্র পত্রিকার বৈশিষ্ট্য হল ‘ক্রোড়পত্র’। প্রতি সংখ্যায় একটি নির্দিষ্ট বিষয়ের ওপর প্রায় গবেষণামূলক কাজ, এই পত্রিকার মানকে একটি বিশেষ উচ্চতায় উন্নীত করেছে। ‘তিব্বতের যাত্রা গান’, ‘আমার প্রথম বই’, ‘কাব্যনাট্য বিষয়ক গদ্য’, ‘বুদ্ধিজীবীর ভূমিকা, প্রতিবাদের ভাষা’, ‘শক্তি বিহীন বাংলা কবিতার দুই দশক’, ‘আপন কথা’, ‘ডকুমেন্টারি ফিল্ম’ ইত্যাদি বিবিধ ও বিচিত্র বিষয়ের ওপর সুপরিকল্পিত, সুসম্পাদিত এবং অবশ্যই সুলিখিত ক্রোড়পত্র বাংলা ছোটো পত্রিকার ভুবনে আর দুটি নেই বলাই চলে। যদিও এ অহং নয় বরং পরিশ্রম ও গভীর চিন্তাভাবনা এবং সর্বোপরি বাংলা ভাষার প্রতি টানের ফসল বলেই আমরা মনে করি।

 

যদিও পত্রিকা প্রকাশ দিয়েই শুরু হয়েছিল, যাপনচিত্র ২০০৪ সাল থেকে প্রকাশনার জগতে পা রাখে। ইংরেজি বই প্রকাশনা দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল ক্রমে তা বাংলা বই’এর ভুবনে এবং অনুবাদ সাহিত্যে বিস্তৃত হয়েছে। এই প্রকাশনার দুনিয়ায় এসে যাপনচিত্র দেখেছে তরুণ কবি-লেখকদের অসহায়তা! নিজ উদ্যোগে প্রকাশ করতে হয় বই, উপরন্তু প্রকাশক শিকারির হাত থেকে রক্ষা নেই। বই প্রকাশের জন্য একগাদা টাকা চেয়ে বসে কিছু কিছু প্রকাশক! এই অসহায়তা উপলব্ধি করেই কবি প্রবালকুমার বসুর পরিকল্পনায় ও প্রচেষ্টায় যাপনচিত্র প্রকাশনা উদ্যোগী হয় তরুণ কবিদের বই প্রকাশ করতে। ২০১২ সাল থেকে ‘তরুণ কবির প্রথম কাব্যগ্রন্থ’ শিরোনামে এই প্রকল্পের সূচনা হয়। ভালো লিখছেন অথচ কোনো বই প্রকাশ হয়নি এমন তরুণ কবিদের প্রথম বই প্রকাশ, এই ছিল প্রয়াস। উদ্দেশ্য ছিল, বাংলা ভাষায় যাঁরা লিখতে আসছেন তাঁদের অনুপ্রাণিত করা ও এই আশ্বাস দেওয়া যে, ভালো লিখলে প্রকাশকের অভাব হবে না। প্রথম বছর সাতজন কবির বই প্রকাশ দিয়ে এই প্রকল্পের আরম্ভ। বাংলা প্রকাশনার জগতে এই উদ্যোগ বিরলতম বললে অত্যুক্তি হয় না। ২০১২ সাল থেকে প্রতি বছর যাপনচিত্র প্রকাশনা নিজস্ব উদ্যোগে প্রকাশ করে চলেছে তরুণ কবির প্রথম কবিতার বই। পাণ্ডুলিপির মান-ই এক্ষেত্রে একমাত্র বিবেচ্য। আমাদের সাধ্য সীমিত কিন্তু নিষ্ঠার অভাব নেই। আনন্দের বিষয় এই, পরবর্তী বছরগুলিতে যাপনচিত্রের এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আরো অনেক প্রকাশক তরুণ কবির প্রথম বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন।

 

যাপনচিত্র প্রকাশনার কয়েকটি উল্লেখযোগ্য কাজ এই সুযোগে বলে নেওয়া যাক। যাপনচিত্রের প্রকাশনার প্রথম বই ইংরেজি অনুবাদে সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প সংকলন। প্রখ্যাত মারাঠি ঔপন্যাসিক বিশ্বাস পাতিলের ইংরেজি উপন্যাস, ইংরেজি অনুবাদে শামসুর রহমান, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার বই, শিশিরকুমার ভাদুড়ির অপ্রকাশিত চিঠি, প্রবালকুমার বসুর কবিতার বই ও গদ্য সংকলন, সোমব্রত সরকারের বাউল-ফকির সম্প্রদায় সম্পর্কিত স্বাদু গদ্য, অভিজিৎ দাশগুপ্তের সাময়িক পত্রিকার ইতিহাস সম্পর্কিত গবেষণা গ্রন্থ ইত্যাদি। পাশাপাশি রয়েছে অজস্র কবিতার বই, প্রবন্ধ সংকলন, নাট্য সংকলন ও গল্পের বই। বর্তমানে যাপনচিত্র পত্রিকার প্রধান সম্পাদক কবি প্রবালকুমার বসু। সম্পাদকমণ্ডলীতে আছেন বিকাশ গণ চৌধুরী, সায়ন রায়, মোস্তাক আহমেদ এবং তৃণা চক্রবর্তী। যাপনচিত্রের শৈল্পিক দিক অর্থাৎ সাজানো ও প্রচ্ছদের দায়িত্বে সৈকত সরকার। ওয়েবসাইট ও আন্তর্জাল সম্পর্কিত যাবতীয় দায়িত্বে সুন্দরম দাস। যাপনচিত্র প্রকাশনার কর্ণধার বর্ণালী রায় যিনি যাপনচিত্র পত্রিকার প্রথম দশ বছর সম্পাদকও ছিলেন। যাপনচিত্র একটি পরিবার। তারুণ্যে ভরপুর। শিল্প সাহিত্য সংস্কৃতির এক স্বতন্ত্র রূপরেখা।

YAPANCHITRA PROGRAMME

YAPANCHITRA PROGRAMME

YAPANCHITRA PROGRAMME
Search video...
72601323_430884847556480_4077532851529782605_n
00:48
Play Video
VID_20190930_192856
02:32
Play Video
VID_20190930_190319
02:21
Play Video
VID_20190930_185626
01:21
Play Video
bottom of page